শ্যামানন্দ লেনের ঈশাণদূত ক্লাবের পজো চলবে সোমবার পর্যন্ত
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : ঐতিহ্যবাহী শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ডের শ্যামানন্দ লেনের ঈশানদূত ক্লাবের কালীপূজাটি দর্শনার্থীদের ইচ্ছেপূরনের জন্য আগামী সোমবার অবধি চলবে, এইবারের থিমটি আট থেকে আশি বছর বছর অবধি দর্শকদের মনকে আকর্ষনীয় মত থিম বানানো হয়েছে। উক্ত কালীপূজা সহ মন্ডপটি গত বুধবার সন্ধ্যায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে উন্মোচন হয়। এদিন ক্লাবের সহ-সভাপতি বিজয় রায় বলেন, ক্লাবের সদস্যরা মাকালী পূজাটিকে কেন্দ্র করে এই অঞ্চলের বিভিন্ন প্রান্তের থেকে দর্শনার্থীরা এই কনকপুর দ্বিতীয় খণ্ডের শ্যামানন্দ লেনে আগমনী ঘটে, এটাই তাদের প্রাপ্তি। এই কালীপূজাটির সম্পূর্ণ পূজো মন্ডপ সহ থিমটি তৈরি করতে ক্লাবের প্রত্যেক স্তরের সদস্যদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে, অন্যদিকে সমগ্ৰ বছরে নানান সময় স্বাস্থ্য শিবির থেকে শুরু করে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ সমাজ সেবা মূলক কাজ করে থাকেন।
উন্মোচনের সময় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সংবাদ মাধ্যমের কাছে ঈশান দূত ক্লাবের প্রত্যেক সদস্যদের সমাজসেবামূলক কাজের জন্য ভূয়াসী প্রশংসা করেন ও তাদের শ্রীবৃদ্ধি করেছিলেন। সভাপতি সঞ্জয় রায় বলেন, কালীপূজা করাটা মানেই অন্ধকার থেকে ভক্তদেরকে আলোর দিকে নিয়ে অগ্ৰসর করা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সম্পাদক অপুচন্দ্র দেব, কোষাধ্যক্ষ সন্দীপ ঘোষ, সহ-সম্পাদক সুদীপ দেবনাথ, বিশাল চক্রবর্তী, রঞ্জিত রায় সহ আরো অন্যান্যরা।