দশমীতে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি, ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

১ অক্টোবর : বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। পুরী থেকে ৪৫০ কিমি দূরে নিম্নচাপের অবস্থান। দশমীতে অতি গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। একাদশীর সকালে পারাদ্বীপ হয়ে স্থলভাগে ঢুকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার পর বাংলার সঙ্গে দূরত্ব কমবে নিম্নচাপের। নিম্নচাপের প্রভাবে তুমুল ঝড়-বৃষ্টির আশঙ্কা গোটা বাংলাতেই। আবহাওয়া দফতর বলছে ইতিমধ্যেই কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকছে। ঘনঘন বাজ পড়তে পারে। দফায় দফায় বৃষ্টির ভয় কলকাতায়। এদিনই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

এ দিকে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশই এর মূল গন্তব্য হলেও প্রভাব পড়বে বাংলাতেও। আগামী তিনদিন রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উপকূল থেকে পাহাড়, জারি হয়েছে ALERT। উত্তরবঙ্গ ও সিকিমে পর্যটকরা বিপাকে পড়তে পারেন। কোথাও একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে ফের শহরে জল জমার আশঙ্কা। বিসর্জনের দিনও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।