দু’দিনের সৌদি সফরে মোদি, হজ নিয়ে আলোচনা সহ একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা 

২২ এপ্রিল : দু’দিনের জন্য সৌদি আরব সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণেই এই সফর তাঁর। বিগত এক দশকে এটি মোদির তৃতীয়বার সৌদি আরব সফর। এই সফরে অপরিশোধিত তেল ও তৈল সংশোধনাগারে লগ্নির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে হজ যাত্রীদের কোটা সহ সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হতে পারে। আগামী ২২ ও ২৩ এপ্রিল জেড্ডায় থাকবেন মোদি।

মঙ্গলবার সৌদি আরবের উদ্দেশে রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘সৌদি আরবের জেড্ডার উদ্দেশে রওনা হচ্ছি। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা এবং কর্মসূচিতে যোগ দেব। ভারত ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। গত দশকে এই দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য গতি অর্জন করেছে। আমি কৌশলগত অংশীদারিত্ব কাউন্সিলের দ্বিতীয় সভায় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাপচারিতা করব।’

সূত্রের খবর, সৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে হজ সম্পর্কিত বিষয়গুলি নিয়েও আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। ৬টি মউ স্বাক্ষর হওয়ারও কথা রয়েছে। যার মধ্যে রয়েছে, জ্বালানি, স্বাস্থ্য, বিজ্ঞান ও গবেষণা, প্রতিরক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি ক্ষেত্র। সৌদি আরবে প্রায় ২৭ লক্ষ প্রবাসী ভারতীয়রা থাকেন। ইতিমধ্যেই মোদিকে স্বাগত জানাতে একটি সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

দু’দিনের সৌদি সফরে মোদি, হজ নিয়ে আলোচনা সহ একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা 

Author

Spread the News