একের পর এক ধাক্কা বাসের, মৃত্যু ৬ জনের, তদন্তে পুলিশ
১০ ডিসেম্বর : ভয়াবহ বাস দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হল। জখম হলেন অন্তত ৪০ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বৃহত্তর মুম্বইয়ের কুরালা পশ্চিমের জাতীয় সড়কে আঞ্জুমান-ই-ইসলাম স্কুলের কাছে। মুম্বই দমকল সূত্রে খবর, রাত ন’টা পঞ্চাশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দশটা দশ মিনিট নাগাদ দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজে হাত লাগান। বাসটি আন্ধেরি থেকে কুরালা স্টেশনের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসের ব্রেক ফেল হওয়ার জেরেই এই ঘটনা ঘটেছে।
দুর্ঘটনা প্রসঙ্গে মুম্বই পুলিশের জোনাল ডেপুটি কমিশনার গণেশ গৌড়া বলেন, ‘জখমদের ভাবা ও সিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, বাসটি ব্রেকফেল করায় এমন ঘটনা ঘটেছে। চালক ও খালাসির খোঁজ চলছে।’ হতাহতদের মধ্যে কতজন মহিলা-পুরুষ রয়েছেন এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে, দ্রুত গতির বাসটি প্রথমে একটি অটোকে ধাক্কা মারে। এরপর ২০০ মিটার দূরত্বের মধ্যে গাড়ি, মোটরসাইকেলে পর পর ধাক্কা মারতে থাকে। পিষে দেয় রাস্তার পাশ দিয়ে চলা সাধারণ মানুষকে।
ভয়াবহ এই ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। দুর্ঘটনার পরই পালিয়ে যায় চালক। তাঁর খোঁজ চলছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।