ট্রাফিক পুলিশকর্মীর মানবিক কাজের ছবি নেট দুনিয়ায় ঘুরছে, সাধুবাদ
বরাক তরঙ্গ, ৫ জুলাই : শিলচর ট্রাফিক পুলিশকর্মীর মানবিক কাজের দু’টি ছবি নেট দুনিয়ায় ঘুরছে। শিলচর-আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকায় কাঁদা ও জলে থৈ থৈ করা সড়কের উপর ট্রাফিক কর্তার মানবিক কাজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। চলতি সপ্তাহে সোনাই বিধায়ক উদ্যোগ নিয়ে প্রায় পাঁচ মাস থেকে ভোগান্তির অবসান ঘটাতে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ সংলগ্ন এলাকায় বিভাগীয় কর্মকর্তা সহ এক্সেকেভেটর নিয়ে হাজির হলেন। যথারীতি এক্সেকেভেটর দিয়ে দীর্ঘ দিন ধরে জমে থাকা জলের নিষ্কাশনের ব্যবস্থা করেন। এরপর সড়কটি একটু উঁচু করতে ফেলা হয় বালু মিশ্রিত পাথর (সেন্ট্রি)। এসব ফেলার পর প্রথম দু’দিন ওই স্থানের রূপ ছিল ভয়ঙ্কর।
এতে চলাচল করতে গিয়ে বাইক সহ ছোট যানগুলো কর্দমাক্ত সড়কে আটকে পড়ে। আর এই বেহাল সড়কের উপর দাঁড়িয়ে কখনও বাইকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিচ্ছেন আবার কখনও ই-রিকশাকে সাহায্য করছেন ট্রাফিক পুলিশ কর্তা রাকেশ সিংহ। তাঁর এই মানবিক কাজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই শেয়ার করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেন। ছবিগুলোতে কমেন্ট করে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। পাশাপাশি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।