নোংরা-দুর্গন্ধ যুক্ত জল সরবরাহ, সরব বিবেকানন্দ রোডের জনগণ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : প্রায় ৩ বছর ধরে কালো, দুর্গন্ধযুক্ত জল সরবরাহ হচ্ছে শিলচর বিবেকানন্দ রোডের ২৭ নং লেনে। ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে দৈনন্দিন জীবন কাটাচ্ছেন এলাকার জনগণ। এনিয়ে জেলাশাসকের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। মঙ্গলবার সমস্যার কথা তুলে ধরে এক স্মারকপত্র প্রদান করেন। তারা বলেন, নোংরা জল পান করে দু’জন ব্যক্তির মৃত্যু হওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে অনেকেই বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। বিষয়টি বারংবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনলেও কোনো সাড়া পায়নি বলে অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার বাধ্য হয়ে বিবেকানন্দ রোড ২৭ নং লেনের নাগরিকরা স্থানীয় প্রশাসনকে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।
আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি
ভুক্তভোগীরা জানান, বিশুদ্ধ পানীয়জল না পাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। ড্রেনের নোংরা ও দুর্গন্ধযুক্ত জল পান করে কলেরা, টাইফোয়েড, হেপাটাইটিস ইত্যাদি নানা রোগে আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছেন লেনের প্রত্যেকটি পরিবার। কিন্তু এরপরও সরকার তথা প্রশাসনের কোনও হেলদোল নেই।যার দরুন জনগণের পিঠ বর্তমানে দেয়ালে এসে ঠেকেছে। আগামী ৭ দিনের মধ্যে তাঁদের এই জলন্ত সমস্যার সমাধান না হলে আগামীতে ২৭নং লেনের বাসিন্দারা আন্দোলনে ময়দানে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।