জল সঙ্কটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ, ক্ষোভ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুন : ৭-৮ মাস ধরে তীব্র বিশুদ্ধ পানীয়জলের সঙ্কটের সম্মুখীন হয়ে বর্তমানে দিশাহারা হয়ে উঠেছেন বৃহত্তর দক্ষিণ বিলপার এলাকার জনগণ। পিএইচই বিভাগের পাইপ লাইন দিয়ে আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল আসায় বাইরের থেকে পানীয়জল ক্রয় করে দৈনন্দিন কাজকর্ম চালাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ। এছাড়াও কোন সময় জল আসবে এর নির্ধারিত কোনও সময় নেই। এমতাবস্থায় বিশুদ্ধ পানীয়জল সঙ্কট নিয়ে মাসের পর মাস চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে বার-বার স্থানীয় জন প্রতিনিধি সহ শিলচর  পিএইচই সহ পুরসভাকর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ ক রলেও সমস্যার সুরাহা হয়নি। বরং পুরসভা ও পিএইচই একে ওপরের ঘাড়ে দোষ চেপে দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। রবিবার গোটা বিষয়টি নিয়ে স্থানীয়রা এক সাংবাদিক বৈঠক ডেকে এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা তুলে ধরে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন।এলাকাবাসী জানান, নিশারাত্রী কাউকে না জানিয়ে বিভাগীয় কর্মকর্তারা ঠিকাদারের সহযোগিতায় পরিকল্পনা বিহীন রাস্তা খুঁড়ে গর্ত করায় বৃষ্টির জমাজল এক বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির জমাজল এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় স্থানীয়দের ঘরবাড়ি সহ বিভিন্ন সামগ্রী ধ্বংস স্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একদিকে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট, অন্যদিকে বৃষ্টির জমাজলে এলাকায় সৃষ্টি হওয়া কৃত্রিম বন্যা মানুষের দৈনন্দিন জীবনকে যেন দুর্বিসহ করে তুলেছে। এলাকার বর্তমান পরিস্থিতি ও সমস্যার কথা রবিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে আগামী ৭ থেকে ১০দিনের মধ্যে স্থায়ীভাবে সুরাহা না হলে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রূপরেখা তৈরী করার পাশাপাশি আসন্ন প্রত্যেকটি নির্বাচন বয়কট করবেন বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে রতন দত্ত মজুমদার, অমিত ভট্টাচার্য, রাজু সাহা, অঙ্কিত দে, রাজদীপ সাহা, রবি শঙ্কর দাস বিকাশ দেবনাথ ও সুজিত সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জল সঙ্কটে ভুগছেন বৃহত্তর দক্ষিণ বিলপারের জনগণ, ক্ষোভ
Spread the News
error: Content is protected !!