ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার’ নয়, এটি একটি ন্যায্য অধিকার — জাতিসংঘ মহাসচিব

২৯ জুলাই : ইজরায়েল-ফিলিস্তিন সংঘাতের চলমান ভয়াবহতা এবং গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে ‘পুরস্কার’ হিসেবে নয়, ‘অধিকার’ হিসেবে দেখতে হবে। তিনি সতর্ক করে দেন যে এই অধিকারকে অস্বীকার করা হলে সারা বিশ্বে চরমপন্থা আরও উসকে উঠবে।

সোমবার জাতিসংঘ আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস এই বার্তা দেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধের শান্তিপূর্ণ, টেকসই ও ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা। তিনি বলেন, এখনই সময় বাস্তব ও অপ্রতিরোধ্য পদক্ষেপ নেওয়ার— সময় ফুরিয়ে যাচ্ছে, মানুষ আশাহত হচ্ছে, বিশ্বাসের ভিত ভেঙে পড়ছে। পরবর্তিতে তার ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টে আবার উল্লেখ করেন এসব।

Spread the News
error: Content is protected !!