বিদ্যুতের ছোবল থেকে মালিক রক্ষা পেলেও মৃত্যু মহিষের ধনেহরিতে

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ জুন : বরাত জোরে মালিক রক্ষা পেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল লক্ষ টাকার একটি মহিষ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সোনাইয়ের ধনেহরি প্রথম খণ্ডে।   জানা গেছে, বাড়ির রাস্তায় পিভিসি তার ও লোহার খুঁটি দিয়ে প্রায় দুশো মিটার দুরত্বে সামসুল হকের ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছিল বিভাগ। ধারনা করা হচ্ছ পিভিসি তার ফেটে লোহার খুটি দিয়ে বিদ্যুত মাটিতে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে।

সকালে সমসুর মহিষ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথে প্রথমে মহিষটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। আরেকটি মহিষ ও তিনি বিদ্যুতের ছোবলে কোনও মতে রক্ষা পেয়েছেন। স্থানীয় জনগন এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য বিভাগীয় বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তারা জানান, কোন সাহসে লাইনম্যান দুশো মিটার পিভিসি লোহার খুটির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল। লোহার খুটির কাছেই পুকুর। পুররের জলে তড়িৎ প্রবাহ হলে বড় ধরনের অঘটন  ঘটে যেত। প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া এ ঘটনার জন্য সরাসরি এপিডিসিএলের লাইনম্যানকে দায়ী করেন। তিনি বলেন, অস্থায়ী ভাবে লোহার খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ঘটনাটি ঘটেছে। মহিষ মালিকের ছেলে নাজিরুল হকের অভিযোগ সরকার প্রতিটি বাড়িতে পাকা খুঁটির দিলে ও তারা পাননি। কী কারণে লাইনম্যান তাদের বাড়িতে পাকা খুঁটি দেননি তিনি বুঝতে পারেননি। পুলিশ ও ভেটেনারি বিভাগের কর্মীরা সরেজমিনে ছুটে আসেন।

Author

Spread the News