ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

১৭ মার্চ : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং দুই নারীও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুথিদের লাগাতার হামলা বন্ধ না হলে তারা সামরিক অভিযান চালিয়ে যাবে। হুথিরাও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণ অব্যাহত রাখবে।

সোমবার বার্তাসংস্থা আনাদোলু ও বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র “ব্যাপক এবং শক্তিশালী” বিমান হামলা চালায়। ওয়াশিংটন জানায়, লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলার প্রতিশোধ হিসেবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে হুথিরা দাবি করেছে, এটি তাদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা।

হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হুথি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাবে, ততক্ষণ তারা লোহিত সাগরে মার্কিন ও তার মিত্রদের জাহাজে পাল্টা আক্রমণ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, ইজরায়েল গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের হামলা চলবে। অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা আক্রমণ বন্ধ না করা পর্যন্ত তাদের ওপর “নিরলস” ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩

Author

Spread the News