নবাগত শিক্ষককে জাঁকালো অভ্যর্থনা স্কুল পরিচালন কমিটির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ফকিটিলা এলপি স্কুলে বদলি হয়ে আসা নবাগত শিক্ষক তথা শরিফনগর এলাকারই সুসন্তান শিক্ষক এএম রেজাউল করিম চৌধুরীকে ফকিটিলা এলপি স্কুলের পরিচালন কমিটির পক্ষ থেকে এক জাঁকালো অভ্যর্থনা জানানো হল শুক্রবার। এদিন স্কুল প্রঙ্গানে স্কুলের সভাপতি আব্দুল নুরের পৌরহিত্যে অনুষ্ঠিত হওয়া সভায় মওলানা সোহেল আহমেদ নোমানির কিরাত পাঠের মাধ্যমে সভার শুভারম্ভ করা হয়। তারপর সভায় সংবর্ধিত শিক্ষক এএম রেজাউল করিম চৌধুরী সহ মঞ্চে উপবিষ্ট অতিথিদেরকে প্রথমে গামছা পরিয়ে একে একে বরণ করা হয়। পাশাপাশি নবাবগত শিক্ষক এ,এম রেজাউল করিম চৌধুরীর হাতে ফুলের তুড়া ও মালা তোলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্কুল সভাপতি আব্দুল নুর ও প্রধান শিক্ষক নুর আহমেদ। এরপর এ সংবর্ধনা সভায় স্কুলের প্রাক্তন এক ছাত্র মানপত্র পাঠ করে নাবাগত শিক্ষক এএম রেজাউল করিম চৌধুরীর হাতে অর্পণ করে।
সভায় স্কুল সভাপতি আব্দুল নূর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ফকিরটিলা এলপি স্কুলের শিক্ষক শূন্যতায় কথা তিনি লিখিতভাবে শিক্ষা বিভাগ অনেক আগে জানিয়ে রেখেছিলেন। শেষমেষ ফল স্বরূপ শিক্ষা বিভাগের আধিকারিকরা এই এলাকার একজন যোগ্য আদর্শ শিক্ষক এএম রেজাউল করিম চৌধুরীকে বদলি করে পাঠিয়ে দেওয়ায় তিনি বিভাগীয় প্রধানদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এএম রেজাউল করিম চৌধুরী তার স্কুলে এসে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দায়িত্ববার গ্রহণ করে সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছেন দেখে তিনি আপ্পুত হয়ে প্রধান শিক্ষক ও কমিটির সবাইকে নিয়ে রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছেন বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে তিনি এলাকার ছাত্রছাত্রীদের সুশিক্ষা দান করতে শিক্ষকগণকে সময় মত স্কুলে উপস্থিত হয়ে শিক্ষা দান করতে আহ্বান জানান। এরপর সভায় প্রাক্তন জিপি সভাপতি হোসেন আহমেদ চৌধুরী তার সারগর্ভ বক্তব্য নবাগত শিক্ষককে প্রথমে অভিনন্দন জ্ঞাপন করেন। তারপর তিনি বলেন ,দেশ জাতির উন্নতি উন্নতির পথ প্রশস্ত করতে হলে প্রতিটি এলাকায় শিক্ষিত হওয়া একান্ত জরুরি।
এছাড়া, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্যের ইতি টানেন। শেষে নবাগত শিক্ষক এ ,এস, রেজাউল করিম চৌধুরী তাকে সংবর্ধিত করায় তিনি কমিটির লোকসভা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বা সমাজ ও দেশ উন্নতি সাধন করতে পারে না। একমাত্র শিক্ষাই জাতি বা সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। তারপর তিনি উপস্থিত অভিভাবনকে আহ্বান করেন যে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে প্রত্যেক মা-বাবাকে সচেষ্ট থাকতে হবে। তা ছাড়া তিনি বলেন, আজকের শিশুররা আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এবং প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে সব সময় প্রকৃত আদর্শবান শিক্ষক শিক্ষিকারা নিজের জীবনকে গ্রাস করেন, তাই ফকিরটিলা এলপি স্কুলের প্রত্যেক ছাত্র-্ছাত্রীদেরকের্ প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি সব সময় সুশিক্ষা দান করবেন বলে উপস্থিত সবার সম্মুখে তিনি প্রতিশ্রুতি দেন। পরিশেষে তিনি বলেন এলাকার জনগণ সহ স্কুল কমিটি আজ তাকে যে সম্মান দিয়েছেন তার পূর্ণ মর্যাদা রক্ষা করে তিনি ফকির টিলার এলপি স্কুলকে একটি উন্নতমানের স্কুলে পরিণত করার জন্য সবাইকে নিয়ে সাধ্যমতে ঝাপাবেন বলে মত প্রকাশ করেন। এই সম্মান তাকে আগামী দিনে শিক্ষা দান করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।
সভায় শিক্ষার বিকল্প নেই সহ শিক্ষার বিভিন্ন দিক নিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন শরীফনগর এলপি স্কুলের প্রাক্তন সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফকিরটিলা স্কুলের প্রধান শিক্ষক নুর আহমেদ, ওই স্কুলে সহকারী শিক্ষক সুবীর দাস, মওলানা সোহেল আহমেদ নোমানী, মাওলানা ইমাদ উদ্দিন আত্তারি, বাগান এলপি স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, শরিফনগর এমই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ চৌধুরী, বাঘন স্কুলের শিক্ষক সাহাব উদ্দিন চৌধুরী, স্কুল কমিটির সদস্য ইলিয়াস আলি, আব্দুর রহিম, সহ অনেক। সর্বশেষে সভার সভাপতি আব্দুল নূর উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার ইতি টানেন।