১০ দিন কেটে গেলেও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঠিক হল না

১৯ ফেব্রুয়ারি : পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আপাতত এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে বিজেপি (BJP)। দিল্লি বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়েছিল ৮ ফেব্রুয়ারি। বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়। কিন্তু তারপর থেকে ১০ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা কাটিয়ে উঠতে পারেনি বিজেপি। তবে মুখ্যমন্ত্রী ঠিক করতে না পারলেও শপথগ্রহণের দিনক্ষণ এবং স্থান নির্ধারণ করে ফেলেছে পদ্মব্রিগেড। বৃহস্পতিবার রামলীলা ময়দানে বিকাল সাড়ে চারটেয় দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে জানা গিয়েছে।

বিজেপি কেন মুখ্যমন্ত্রী বাছাই করতে পারছে না, সেই প্রশ্ন তুলে সোমবার তোপ দেগেছেন বিদায়ি মুখ্যমন্ত্রী অতিশী। তিনি বলেন, ‘ফলপ্রকাশের পর থেকে ১০ দিন কেটে গিয়েছে। ৯ ফেব্রুয়ারি দিল্লির বাসিন্দারা নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভার বাকি সদস্যদের নাম জানতে পারবে বলে ভেবেছিলেন। কিন্তু এখন এটা স্পষ্ট যে, দিল্লিকে নেতৃত্ব দেওয়ার মতো মুখের অভাব রয়েছে।’ বিজেপির অন্দরের ডামাডোলে পরিষদীয় দলের বৈঠকও পিছিয়ে গিয়েছে। সোমবার ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে বুধবার করা হবে সিদ্ধান্ত হয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

১০ দিন কেটে গেলেও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঠিক হল না
১০ দিন কেটে গেলেও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঠিক হল না
Spread the News
error: Content is protected !!