ভারতের টেলিকম সেক্টরে নতুন অধ্যায়ের সূচনা! লাইসেন্স পেল ইলন মাস্কের স্টারলিঙ্ক

১ আগস্ট : ভারতের টেলিকম জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, ইলন মাস্কের নেতৃত্বাধীন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিঙ্ক (Starlink) ভারতে পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় ইউনিফায়েড লাইসেন্স পেয়ে গিয়েছে। এই অনুমতির পাশাপাশি, স্পেকট্রাম অ্যালোকেশনের একটি কাঠামোও তৈরি করা হয়েছে, যা স্টারলিঙ্কের উন্নত পরিষেবা প্রদানে সাহায্য করবে।

১৯৯৫ সালে দেশে প্রথম সেলুলার কল সম্পন্ন হওয়ার ৩০তম বার্ষিকীর প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করা হল। সিন্ধিয়া জানান, স্টারলিঙ্কের পাশাপাশি ভারতী গ্রুপ-এর ইউটেলস্যাট ওয়ানওয়েব (Eutelsat OneWeb) এবং জিও এসইএস (Jio SES )-এর মতো সংস্থাগুলোও তাদের স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা শুরু করার জন্য স্পেকট্রাম অ্যালোকেশনের অপেক্ষায় রয়েছে।

গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের ডিজিটাল রূপান্তরের প্রসঙ্গ তুলে ধরে সিন্ধিয়া বলেন, “প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ব্যস্ত শহর পর্যন্ত ডিজিটাল অ্যাক্সেস নাগরিকদের ক্ষমতায়ন করেছে, বিভাজন দূর করেছে এবং সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তিতে ভারতকে বিশ্বের দরবারে শীর্ষস্থানে নিয়ে গেছে।”

টেলিকম ক্ষেত্রের উন্নতির বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী জানান, দেশে টেলিফোন সংযোগের সংখ্যা এখন ১২০ কোটি এবং ইন্টারনেট সাবস্ক্রিপশন প্রায় ২৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রেও অভূতপূর্ব বৃদ্ধি দেখা গেছে। মোবাইল ডেটার খরচও ৯৬.৬ শতাংশ কমে এখন প্রতি জিবি মাত্র ৮.৯ টাকাতে এসে দাঁড়িয়েছে। সেই আবহে এবার ভারতে স্টারলিঙ্কের যাত্রা শুরু হওয়া কতোটা বদলে দিতে পারে টেলিকম সেক্টরের রুপরেখা সেটাই এখন দেখার।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!