ইনার হুইল ক্লাবের হাইলাকান্দি শাখার নতুন বোর্ড দায়িত্ব নিল

বরাক তরঙ্গ, ৪ জুলাই : আন্তর্জাতিক মহিলা সংগঠন ইনার হুইল ক্লাবের হাইলাকান্দি শাখার নতুন বোর্ড দায়িত্ব নিল শুক্রবার। এদিন হাইলাকান্দি রোটারি ক্লাব প্রাঙ্গণে ক্লাবের অষ্টম অভিষেক অনুষ্ঠানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বারের মত মৌসুমি পাল চৌধুরী সভাপতি ও নীলাঞ্জনা মিশ্র সম্পাদক হিসেবে দায়িত্ব ভার সমঝে নেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০ এর অন্যতম সম্পাদক হরকিশোর চন্দ।

ইনার হুইল ক্লাবের হাইলাকান্দি শাখার নতুন বোর্ড দায়িত্ব নিল
ক্লাবের বার্ষিক মুখপত্র ‘প্রারম্ভ’ এর উন্মোচনের একটি মুহূর্ত।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের বর্তমান সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মৌসুমি পাল চৌধুরী এবং নীলাঞ্জনা মিশ্র গত বছরের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। তাছাড়া এদিন পঙ্কজ পাল ও নন্দিনী দাস কে বিগত মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য স্মারক প্রদান করা হয়। তাছাড়া ক্লাবের মুখপত্র ও উন্মোচিত হয়। তনুশ্রী চন্দের সম্পাদনায় এই মুখপত্র ‘প্রারম্ভ’ উন্মোচিত হয়। সম্মানিত অতিথি হিসেবে ত্রিদিবেশ চক্রবর্তী উভয় ক্লাব কে একযোগে সমাজ সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান। মুখ্য অতিথি হরকিশোর চন্দ তার বক্তব্য বলেন ১৯২৫ সালে স্থাপিত হওয়া এই আন্তর্জাতিক মহিলা সংগঠনটি বিগত ৮ বছর ধরে হাইলাকান্দি জেলায় কর্মরত রয়েছে। কিন্তু কখনও সাংগঠনিক দুর্বলতা থাকলেও হার না মানার মানসিকতা নিয়ে যাঁরা কাজ করে যায় তাঁরা অনাহাসেই এগিয়ে যেতে পারে। তিনি সর্বত্র বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি করে মানব সেবায় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। এদিন ২০২৫-২৬ এর জন্য নতুন বোর্ড ঘোষণা করা হয়।

ইনার হুইল ক্লাবের হাইলাকান্দি শাখার নতুন বোর্ড দায়িত্ব নিল

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী, পরবর্তী সম্পাদক ড. কামাল হোসেন চৌধুরী। এবছরের বোর্ডে উপসভাপতি হিসেবে রয়েছেন  মাধবী শর্মা, আইএসও কবিতা দাস, এডিটর তনুশ্রী চন্দ্র, কোষাধ্যক্ষ সিম্মি দাস।

Spread the News
error: Content is protected !!