চারদফা দবি নিয়ে ১০৮ মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার আন্দোলন চলছে

বরাক তরঙ্গ, ২০ জুলাই : সারা আসাম ১০৮ মৃত্যুঞ্জয় কর্মচারী সংস্থার চার দফা দাবি নিয়ে ১৬ জুলাই থেকে শুরু হওয়া কালো ব্যাজ পরিধান করে ৪ আগস্ট পর্যন্ত কর্তব্য পালন কর্মসূচি চলছে। আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুলাই কেন্দ্রীয়ভাবে গুয়াহাটি সহ নিজনিজ জেলা সদরে অনশন কর্মসূচি। এরপরও সংস্থার দাবিপূরণ না হলে ৫ আগস্ট  থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন করা হবে।

সংস্থার দাবি গুলোর মধ্যে রয়েছে চাকরির নিরাপত্তা, নিয়মিতকরণ এবং বেতন বৃদ্ধি, নিম্নতম মজুরি আইন ও শ্রম আইন মর্মে ইএমটি,পাইলটকে চার ঘণ্টা এবং ইআরওদের ১ ঘণ্টার অতিরিক্ত কাজের ভাতা ও বোনাস প্রদান, রাজ্যের ছাটাই হওয়া কর্মচারীদের পুনরায় চাকরিতে পুনর্বহাল ইত্যাদি। আন্দোলন কর্মসূচি ও দাবি সনদব নিয়ে গত ১৬ জুলাই জাতীয় স্বাস্থ্য  মিশন, অসম-এর পরিচালন সঞ্চালকের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Spread the News
error: Content is protected !!