উমরাংশুতে ভেঙে ফেলা হল বন বিভাগের জমিতে তৈরি মসজিদ

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : এবার ডিমা হাসাও জেলায় জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উদ্যোগ নগরী হিসেবে পরিচিত উমরাংশু তিন কিলো এলাকায় একটি জামে মসজিদ ভেঙে ফেলে জেলাপ্রশাসন। উমরাংশু তিন কিলো এলাকায় বন বিভাগের জমি অবৈধ ভাবে বেদখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। এই অবস্থায় শনিবার সরকারি জমি বেদখল মুক্ত করতে জেলাপ্রশাসন ও বনবিভাগ এই উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দেয়। দীর্ঘ দিন থেকে অভিযোগ ছিল যে উমরাংশু তিন কিলো এলাকায় সন্দেহজনক লোকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মতে স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর বাড়ি ভাড়া বা অনেকে আবার জমি নিয়ে ঘর নির্মাণ করে এই সন্দেহজনক লোকরা সেখানে বসবাস করছে। এরমধ্যে বন বিভাগের জমি বেদখল করে অবৈধ ভাবে নির্মান করা হয়েছিল মসজিদ অবশেষে শনিবার বুলডজার দিয়ে জেলাপ্রশাসন ও বন বিভাগ এই মসজিদ উচ্ছেদ করে বেদখল মুক্ত করা হয় বনবিভাগের এই জমি। তবে উমরাংশু তিন কিলো এলাকায় এই মসজিদ ছাড়া আর কোনও বাড়ি ঘরে উচ্ছেদ চালায়নি জেলাপ্রশাসন।

Spread the News
error: Content is protected !!