বন্যাপীড়িতদের খোঁজ নিতে গিয়ে অঘটন, পা পিছলে পড়ে গেলেন বিধায়ক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : পাথারকান্দির কচুবাড়ির ভাঙা বাঁধ ও বন্যা পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে ঘটে গেল অঘটন। পা পিছলে পড়ে আহত হলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। কোমর ও হাতে আঘাত পেয়েছেন। ডাক্তারের পরামর্শে কোমরের এক্সরে করলে রিপোর্টে স্বাভাবিক দেখা গেছে। কোনও গুরুতর আঘাত পাননি। বিপদমুক্ত রয়েছেন বিধায়ক। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে কচুবাড়িতে।
এ দিন বিধায়ক দলীয় নেতা কর্মীদের নিয়ে কচুবাড়ির ভাঙা বাঁধ ও বন্যা পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে কাদায় থৈ থৈ বাঁধের উপর দিয়ে ভাঙন স্থল পরিদর্শনে যাওয়ার পথে পা পিছলে পড়ে যান। এতে বরাতজুরে বড় ধরনের দুর্ঘটনায় থেকে রক্ষা পান। কোমরে ব্যাথা থাকায় কিছুদিন বিশ্রামে থাকা পরামর্শ দিয়েছেন ডাক্তার বলে জানা গেছে।
লঙ্গাই নদীর বাঁধ ভাঙে মঙ্গলবার পাথারকান্দি বিস্তর এলাকা বন্যার জলে ডুবে গেছে। বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি কচুবাড়ি, চান্দখিয়া, কলকলিঘাট, কলকলিবস্থি সহ অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যাপীড়িতদের খোঁজ খবর নেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান গত তিন চারদিনের ধারা বর্ষনে ফলে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্তী ড. হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন। তিনি স্থানীয় জনগণ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।