রাতেই করিমগঞ্জে বাঁধের কাজ পরিদর্শন মন্ত্রীর, শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতে পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ি ও দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রামের ইছাগঞ্জের লঙ্গাই নদীর ভাঙা বাঁধের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন করলেন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকা। করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী তথা জলসম্পদ মন্ত্ৰী হাজরিকা শুক্রবার রাত নয়টা নাগাদ বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে ঝির ঝির বৃষ্টি উপেক্ষা করে পাথারকান্দির দক্ষিণ বিলবাড়ির লঙ্গাই নদীর ভাঙা বাঁধের সংস্কারের কাজের বর্তমান পরিস্থিতি দেখতে সরেজ‌মি‌নে উপস্থিত হন।

মন্ত্রী বলেন, বিজেপি সরকার রাজনৈতিক মুনাফা লাভে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তাঁর কথায় বিজেপির নীতি হল প্রকৃতপক্ষে জনগণের সার্বিক উন্নয়ণ করা। আর এমন লক্ষ্য নিয়েই চলছে বর্তমান রাজ্য সরকার। বাকি থাকা বাঁধের কাজ অনতিবিলম্বে সম্পন্ন করার নির্দেশ দেন।

রাতেই করিমগঞ্জে বাঁধের কাজ পরিদর্শন মন্ত্রীর, শীঘ্রই সম্পন্ন করার নির্দেশ

এছাড়াও মন্ত্রী দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বারইগ্রামের ইছাগঞ্জের লঙ্গাই নদীর বন্যার জলে ভেঙে যাওয়া বাধের ২৫ মিটার অংশের কাজের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। এনিয়ে মন্ত্রী ভাঙন স্থল দু’বার পরিদর্শন করেন।

Author

Spread the News