মন্ত্রী হলেন মহম্মদ আজহার উদ্দিন
৩১ অক্টোবর : তেলঙ্গানায় মন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহার উদ্দিন। শুক্রবার রাজভবনে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতিতে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা আজহারকে শপথবাক্য পাঠ করান। মন্ত্রিসভায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রেবন্ত সরকার আজহার উদ্দিনকে মন্ত্রীর পদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁকে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রক দেওয়া হতে পারে।
বর্তমানে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ ১৫ সদস্যের মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও প্রতিনিধিত্ব নেই। মন্ত্রিসভায় আরও তিনজনের স্থান ফাঁকা রয়েছে। উল্লেখ্য, তেলঙ্গানা বিধানসভায় মোট ১১৯ জন বিধায়ক রয়েছেন। প্রাক্তন এই ক্রিকেটারের মন্ত্রিসভায় নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

