নৃশংস কাণ্ড! স্ত্রীর সামনে স্বামী হত্যা করে লুট ডাকাত দলের

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : নলবাড়ির বেলশরের মহখলিতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। বাড়ির কর্তাকে নৃশংসভাবে হত্যা করে ডাকাতি চালানো হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে প্রায় ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে।

রাতের খাবার গ্রহণের সময় একদল ডাকাত প্রবেশ করে ৭৩ বছর বয়সী প্রমোদ বর্মন নামের ব্যক্তির বাড়িতে। এরপরই প্রমোদ বর্মনকে হাত-পা বেধে গলা টিপে হত্যা করা হয়।

তার স্ত্রীকেও অনুরূপভাবে হত্যার চেষ্টা করা হলেও তিনি অচেতন হয়ে পড়েন। তবে তাঁর প্রাণ রক্ষা পায়। এর পরেই ডাকাতদল প্রায় আধাঘণ্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায়।

তাঁরা সোনা-রুপোর অলঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়। প্রমোদ বর্মনের স্ত্রী অচেতন অবস্থায় পড়ে থাকায় ডাকাতরা তাঁকে মৃত ভেবেই তাঁর সামনেই পুরো লুটপাট চালায়।

উল্লেখযোগ্য যে, প্রমোদ বর্মন নলবাড়ি জেলার আয়ুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, রাতের খাবার খাওয়ার সময় ডাকাত দলের প্রবেশ করে বাড়ির মালিককে হত্যার পর সংঘটিত এই ডাকাতি ঘটনায় সমগ্র অঞ্চলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Spread the News
error: Content is protected !!