চেংকুড়ি সড়ক বেহাল, গর্তে পড়ে পাল্টি ই-রিকশার, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শহরতলী চেংকুড়ি রোডের বেহাল হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কের উপর গর্তের মিছিল। আবার কোথাও কোথাও পুকুরসম গর্ত। গর্তে বৃষ্টি জল জমে থাকায় পথচারীদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তা নয় সংঘটিত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনাও।

বৃহস্পতিবার দুপুরে একটি ই-রিকশা গর্তে পড়ে সড়কের ওপর পাল্টি খায়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে পরিস্থিতি যে রূপ নিয়েছে তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কের বেহাল দশা নিয়ে বেশ কয়েকবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারি তরফে কোন সাড়া পাননি বলে অভিযোগ স্থানীয়দের। সমস্যায় আক্রান্ত এলাকার ভুক্তভোগী জনগণ দ্রুত চেংকুড়ি সড়কের কাজ শুরু করার দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

চেংকুড়ি সড়ক বেহাল, গর্তে পড়ে পাল্টি ই-রিকশার, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
চেংকুড়ি সড়ক বেহাল, গর্তে পড়ে পাল্টি ই-রিকশার, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

Author

Spread the News