নারায়নপুর জল সরবরাহ প্রকল্পের সমস্যা নিয়ে সরব স্থানীয়রা, নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : রামনগর তারাপুর ষষ্ঠ খণ্ডের অন্তর্গত নারায়নপুর পিএইচই জল সরবরাহ প্রকল্পের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে স্থানীয়রা রবিবার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়নপুর কমিটির অকর্মন্যতা তুলে ধরার পাশাপাশি জল সরবরাহ নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার উপর বিশদভাবে আলোচনা করেন এলাকার ভুক্তভোগী জনগণ।  কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে স্থানীয়রা জানান কতিপয় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এলাকার জনগণকে অন্ধকারে রেখে নিজের মর্জিমাফিক গত ৭/৮ বছর ধরে কাজ করে আসছেন। ফলে পানীয়জলের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে জনগণকে। শুধু তাই নয় কমিটির কিছু সদস্য স্থানীয়দের কোনও কিছু না জানিয়ে নতুন একজনকে কমিটির সম্পাদক পদে মনোনীত করেছেন। কমিটির এধরনের কার্যকলাপের নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার সাধারণ জনগণ পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আগামীতে সবার অনুমতি ক্রমে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলেও জানিয়েছেন তাঁরা। সাধারণ সভায় রাম দুলাল গোয়ালা, রাধাকান্ত চৌধুরী, কানুরাম শুক্লবৈদ্য, অনিমা দেবনাথ, টিপলু দেব ও রুবি দেবনাথ সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

নারায়নপুর জল সরবরাহ প্রকল্পের সমস্যা নিয়ে সরব স্থানীয়রা, নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত
নারায়নপুর জল সরবরাহ প্রকল্পের সমস্যা নিয়ে সরব স্থানীয়রা, নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত

Author

Spread the News