লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের ম্যারাতন ১৬ ফেব্রুয়ারি
বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব ইন্টারনেশনেলের ডিস্ট্রিক্ট ৩২২জি-র অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের উদ্যোগে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য এক ম্যারাতন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ দিন সকাল ৬ টায় হাইলাকান্দি রোড কাঁঠাল পয়েন্ট থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, শিলংপট্টি, ক্লাব রোড হয়ে শিলচর ক্রীড়া সংস্থার কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হবে। প্রতিযোগিতায় প্রথম দুই শতাধিক অংশগ্রহণকারীদের বিনামূল্যে টি শার্ট প্রদান করা হবে।
বুধবার সোনাই রোডের এক বিবাহ ভবনে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষে এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি লায়ন অনুপ দেব, সস্পাদক লায়ন মলয় পাল, ডিস্ট্রিক্ট ৩২২জি এর ডেপুটি সচিব লায়ন তাপস সাহা, প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন অভিষেক চক্রবর্তী, কো চেয়ারপার্সন লায়ন অভিষেক দাস, কোষাধ্যক্ষ লায়ন সুবির বণীক, প্রচার সচিব লায়ন কৃষাণু ভট্টাচার্য, ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন সড়ক সুরক্ষা লায়ন দিলু দাস এই কর্মসূচির কথা জানিয়েছেন।

