জানকি বাজারে আঞ্চলিক ভাষার “মামনের চিঠি” চলচ্চিত্রটির শুটিং

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে শুক্রবার বেলা এগারোটা অবধি একটানা প্রথমবারের মতো অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহার পরিচালিত বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় বানানো চলচ্চিত্র ‘মামনের চিঠি’র শুটিংয়ের কাজ শেষ হলো হাইলাকান্দি জেলার জানকি বাজারে। এদিন শুটিংয়ের সময় জানকি বাজারে শত শত মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে পরিচালক সিদ্ধার্থ সিনহা তার সহযোগী এই অঞ্চলের উদীয়মান শিল্পীদের নিয়ে শুটিংয়ের কাজ উৎসাহের সহিত  করতে দেখা যায়।পরিচালক ও অভিনেতা সিদ্ধার্থ সিনহার নিজস্ব প্রোডাকশনের দ্বারা এই বরাকের আঞ্চলিক ভাষায় তৈরি করা প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্রটি প্রথম শুটিংয়ের কাজ শুরু হয় অক্টোবর মাসের কালীপুজোর এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে মেঘালয়, ত্রিপুরায় সহ শেষ শুটিংটির কাজ হাইলাকান্দির জেলার জানকি বাজারে সম্পূর্ণ হয়,

জানকি বাজারে আঞ্চলিক ভাষার "মামনের চিঠি" চলচ্চিত্রটির শুটিং

এদিন চলচিত্রটি সমগ্ৰ উপত্যকার বিভিন্ন প্রান্তের শিপ্লীরার সাথে প্রধান অভিনয়ে আছেন সিদ্ধার্থ সিনহা ও গৌতমি মিশ্র এবং গুয়াহাটি থেকে ক্যামেরা ও সাজসরঞ্জাম ডান্স ডিরেক্টর ও কোরিওগ্রাফার বাপন উপস্থিত ছিলেন। সিদ্ধার্থ সিনহা জানান, বরাকের আঞ্চলিক ভাষায় “মামনের চিঠি” প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্রটি বানাতে পেরে  এবং বরাকের আঞ্চলিক ভাষাকে সিনেমা জগতে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত তিনি। চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায় সহ “সিদ্ধার্থ সিনহা” নামের ইউটিউব চ্যানেলে সিনেমাপ্রেমী দর্শকেরা দেখতে পারবেন। এদিন উপস্থিত জানকিবাজারের দর্শক সহ চলচ্চিত্রটি জড়িয়ে থাকা প্রত্যেকজন সদস্যরা সিনেমাটিকে দেখার জন্য সবাই অনুরোধ জানান এবং ব্যাপক উন্নতি কামনা করেন।

জানকি বাজারে আঞ্চলিক ভাষার "মামনের চিঠি" চলচ্চিত্রটির শুটিং
জানকি বাজারে আঞ্চলিক ভাষার "মামনের চিঠি" চলচ্চিত্রটির শুটিং
জানকি বাজারে আঞ্চলিক ভাষার "মামনের চিঠি" চলচ্চিত্রটির শুটিং

Author

Spread the News