ধিং ধর্ষণ কাণ্ড : দুই অভিযুক্তকে পুলিশে দিলেন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ধিং গণধর্ষণ মামলার দুই অভিযুক্ত  অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা দু’জনকে ধরে এনে নগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে হস্তান্তর করেছন। তার মরিগাঁওয়ের ডিমাপুরের আত্মগোপন করে ছিল।

দুই সপ্তাহ পলাতক থাকার পর দুই অভিযুক্ত গোলাপ হোসেন ও ফরিরুল ইসলাম আত্মসমর্পণ করেন। গত ২২ আগস্ট ধিং এর বরভেটে এ জঘন্য ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এরপর মূল অভিযুক্ত তফজ্জুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যে তফজ্জুলের মৃত্যু হয়।

নগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তাই এ ধরনের অপরাধের বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও এই ঘটনায় কঠোর ছিলেন। তিনি বলেন, ধিং-এর ঘটনা সম্মিলিত বিবেককে আঘাত করেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের রেহাই দেওয়া হবে না বলেও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

ধিং ধর্ষণ কাণ্ড : দুই অভিযুক্তকে পুলিশে দিলেন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা
ধিং ধর্ষণ কাণ্ড : দুই অভিযুক্তকে পুলিশে দিলেন সংখ্যালঘু সংগ্রাম পরিষদের নেতা

Author

Spread the News