ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর উদযাপন কর্মসূচির সূচনা, শোভাযাত্রা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : রবিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ইন্ডিয়া ক্লাবের প্রতিষ্ঠা দিবসের ১২৫ বছর উদযাপন কর্মসূচি শুরু হয়ে গেল। সাড়ে সাতটার সময় ইন্ডিয়া ক্লাবের মাঠ থেকে শুরু হয় এই শোভা যাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্লাবের মাঠে ফিরে আসে এ
সেটা। এরপর মাঠের মধ্যে হয় মার্চ পাস্ট।

এতে ক্লাবের সদস্য ছাড়াও শিলচর জেলা ক্রীড়া সংস্থা, ভেটেরন ক্লাব, রূপম সাংস্কৃতিক সংস্থা, শিলচর ডিএসএ ক্রিকেট অ্যাকাডেমি, ইন্ডিয়া ক্লাব ক্রিকেট ফাউন্ডেশন, বিবিসি, ইন্ডিয়া ক্লাব ব্যাডমিন্টন অ্যাকাডেমি, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল, টাউন ক্লাব, মালুগ্রাম ক্লাব, ইটখলা, টেনিস ক্লাব, টেনিস অ্যাকাডেমি, ইন্ডিয়া ক্লাব লেডিস সেল, হকি দল, সন অব ইন্ডিয়া, অভিনব ক্লাব, ইউনাইটেড ক্লাব, বরাকভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম সহ বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে। শোভাযাত্রা্য় ক্লাবের হয়ে জেতা বিভিন্ন সময়ের ট্রফিগুলিও প্রদর্শন করা হয়।

ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর উদযাপন কর্মসূচির সূচনা, শোভাযাত্রা

Author

Spread the News