প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে এসেই সব শেষ..

১৩ জুন : গুজরাটের ভাদিয়ার বাসিন্দা অর্জুনভাই মনুভাই পাটোলিয়া কয়েক বছর ধরে লন্ডনের বাসিন্দা। সম্প্রতি লন্ডনে তাঁর স্ত্রী প্রয়াত হন। দুই সন্তানকে লন্ডনে রেখে স্ত্রীর শেষ ইচ্ছা অনুসারে দেশেই শেষকৃত্য করতে ফিরে আসেন অর্জুন। শেষ কৃত্যের সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্নও করেন। কিন্তু সন্তানদের কাছে ফিরে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171-এ উঠতেই সব শেষ।

তাঁর স্ত্রী ভারতীবেন পাটোলিয়া চলতি বছর ২৬ মে লন্ডনে প্রয়াত হন। স্ত্রী’র শেষ ইচ্ছা অনুসারে চিতা-ভস্ম আমরেলি জেলার তার নিজ গ্রামের পুকুরে বিসর্জন দিতে এসেছিলেন অর্জুন। অবশেষে আর তার লন্ডন ফেরা হল না।

অর্জুন এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে আহমেদাবাদ থেকে লন্ডনে ফিরছিলেন। তবে দুর্ভাগ্যবশত, ওড়ার কিছু সময়ের মধ্যেই বিমান দুর্ঘটনায় অর্জুন ভাই পাটোলিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। ১৮ দিনের মধ্যে মা-বাবাকে হারালো ৮ বছর ও ৪ বছর বয়সের দুই কন্যাসন্তান।

প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করতে এসেই সব শেষ..
Spread the News
error: Content is protected !!