রাজেশকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলল কীর্তন কমিটি

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসকে জনসমক্ষে ক্ষমা চাইতে বললেন আশ্রম রোডের কীর্তন কমিটির সদস্যরা। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উন্নয়ন তহবিলের থেকে দেওয়া পাঁচ লক্ষ টাকা তপোবননগরের আনন্দনগর, মা কালী লেনের মন্দির কমিটির সম্পাদক বিজয় দাস ও এলাকার বয়োজ্যেষ্ঠ নন্দ দাসেরা খোঁজ নিতে গিয়ে প্রাক্তন পুর কমিশনার তথা কাছাড় জেলা বিজেপির নেতা রাজেশ দাস অকথ্য ভাষায় গালিগালাজ সহ জাতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ব্যবহার করেন বলে অভিযোগ তুলে আশ্রম রোডের কীর্তন কমিটির একাংশ সদস্যরা প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। শুক্রবার কীর্তন কমিটির অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ডেকে নিশিকান্ত সরকার বলেন, রাজেশ দাস এই কৈবর্ত সমাজের একজন মানুষ হয়ে কিভাবে সমাজেরই বয়োজ্যেষ্ঠ নন্দ দাসের অভদ্র ভাষায় গালিগালাজ করেন! নন্দ দাস তাঁর পুরসভার নির্বাচনের সময় একনিষ্ঠ ভাবে দিন-রাত কাজ করে গিয়েছেন। রাজেশ দাসের এই অশালীন ব্যবহারের জন্য সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিগত দিনে এলাকায় থাকা ওয়াইন শপের কাণ্ডকে বিশাল আকার ধারণ করাতে একমাত্র রাজেশ দাসের হাত ছিল।

রাজেশকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলল কীর্তন কমিটি

অঞ্জন চৌধুরী বলেন, রাজেশ দাসের কারনে সমাজের বিরাট আকারে ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে। সজলকান্তি দাস বলেন, রাজেশ দাস এই এলাকার একজন শিক্ষিত জনপ্রতিনিধি হয়ে, তার এলাকার মুরুব্বী নন্দ দাসকে গালিগালাজ করতে পারেন,সেই সঙ্গে কৈবর্ত জাতিকে অশিক্ষিত জাতি হিসেবে বলতে পারেন ? বিষয়টি নিয়ে জন সমক্ষে রাজেশ দাসকে ক্ষমা চাইতে হবে, তা না হলে বিষয়টি আরও বিরাট ধারন করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগকারী নন্দ দাস ও বিজয় দাস জানান, মন্দিরের নামে শিলচরের বিধায়কের প্রস্তাবিত অর্থের খোঁজ নিতে গিয়ে প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসের কাছে চূড়ান্ত অপমানিত হয়েছেন। আর সেই বৃত্তান্ত লিখিতভাবে তুলে ধরে বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে গিরীন্দ্র দাস, দিলীপ দাস, অনন্ত দাস, যতিলাল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজেশকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলল কীর্তন কমিটি

এদিকে, গালিগালাজ সহ যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজেশ। তিনি বলেন, কাউকে গালিগালাজ করলে সেই ব্যক্তি নিশ্চয়ই আমাকে হাসিমুখে চা-বিস্কুট খাওয়াতেন না। কিন্তু সেদিন সেটাই ঘটেছিল ফার্মাসিতে। তার প্রমাণ রয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। তিনি আরও বলেন, বাইরের কোনও অশুভ শক্তি এলাকার কয়েকজনকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খাড়া করাচ্ছে। সময়ে এসবের প্রমাণ তিনি তুলে ধরবেন সবার সামনে।

Spread the News
error: Content is protected !!