মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা

৪ ফেব্রুয়ারি : পূণ্যের টানে মহাকুন্ডে ভুটানের রাজা। মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডুব দেওয়ার আগে প্রথা মেনে সূর্য নমস্কার করেন ভুটানের রাজা। কুম্ভমেলা দর্শন এবং পুণ্যস্নানের ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ভুটান রাজা ৷ সেই মত সব ব্যবস্থা করে যোগী সরকার ৷ নামগেল ওয়াংচুক সোমবার লখনউ এসে পৌঁছন ৷

মঙ্গলবার সকালে লখনউ বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে তাঁকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজের উদ্দ্যেশে রওনা দেন। যান মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গম ঘাটে। সঙ্গম নোজে পুজো দিয়ে গঙ্গারতি করেন দু’জনে।

মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা
মহাসঙ্গমে ডুব দিলেন ভুটানের রাজা
Spread the News
error: Content is protected !!