কাছাড়ের কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আসর, জোর চর্চা

বরাক তরঙ্গ, ১ জুলাই : কাছাড় জেলার কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে কর্মসংস্কৃতি লাঠে উঠেছে। রেঞ্জ অফিসার ছুটিতে থাকার সুযোগে কিছু কর্মী জুয়ার আড্ডাখানায় পরিণত করেছেন কার্যালয়। রাতে নয় দিনদুপুরে আসর বসিয়ে চলছে তাস খেলা। এমন অভিযোগ পেয়ে রাজ্য ভিত্তিক এক সংবাদ মাধ্যমের সাংবাদিক বন বিভাগের কার্যালয়ে পৌঁছে এসব কাণ্ড দেখে হতবাক হয়ে যান। তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেন একজন কাঠ চোরাকারবারি রান্না করছেন, বাকি কয়েকজন কর্মী নিজ দায়িত্বকে বুড়ো আঙুল দেখিয়ে তাস নিয়ে বসে আছেন।

এদিকে ক্যামেরার মুখোমুখি হতে না চেয়ে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক কর্মী অবশেষে দরজা বন্ধ করে দেন।

কাছাড়ের কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আসর, জোর চর্চা

জানা গেছে, রেঞ্জ অফিসার ছুটিতে রয়েছেন এবং তাঁর অনুপস্থিতিতে দায়িত্বে রয়েছেন ফরেস্টার ফিরোজ চৌধুরী। তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বনকর্মীদের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

কাছাড়ের কালাইন রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে তাসের আসর, জোর চর্চা

Author

Spread the News