নিলামবাজারে দুর্ঘটনায় হত ছয় যাত্রীর জানাজায় ঢল নামল
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : সহস্রাধিক লোকের উপস্থিত নিলামবাজারের বেড়ারজালে সড়ক দুর্ঘটনায় মৃতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। দুর্ঘটনায় পাথারকান্দির চান্দখিরার একই পরিবারের চার জনের মৃত্যু হয়। বুধবার সকালে অগুণিত লোকের উপস্থিতিতে শোক বিহ্বল পরিবেশে জানাজার নামাজ শেষে মৃতদেহগুলো কবরস্থ করা হয়।
এদিন অনুরূপ ভাবে কেউটি গ্রামের মৃত মহিলাকে কবরস্থ করা হয়। এর আগে মঙ্গলবার রাতেই মৃত অটো চালকের পার্থিব দেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেরাজাল সংলগ্ন ৮ নং জাতীয় সড়কে অটো ও ভেনুর সংঘর্ষ হয়। অটো চালক সহ পাথারকান্দির ছয় যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটে। এর মধ্যে ১৮ মাসের এক নিষ্পাপ শিশুও ছিল। জানা গেছে, মঙ্গলবার দুপুরে চাঁন্দখিরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটো চালক রুহুল আলমের অটোতে করে নিজের মা, শ্বাশুড়ি, স্ত্রী ও শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সঙ্গে থাকা তার শ্বশুড়ির বাড়ি আছিমগঞ্জের কেউটিতে। তিনি কয়দিন ধরে মেয়ের বাড়িতে ছিলেন। তাদের অটো নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা একটি হোন্ডাই গাড়ি তাদের গাড়িতে ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে।