বিমানে হেনস্তা : লিখিত ক্ষমা প্রার্থনা হেনস্তাকারীর, আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো কোম্পানি
বরাক তরঙ্গ, ২ আগস্ট : মুম্বাই-কলকাতা ইন্ডিগো বিমানে সহযাত্রীর হামলার শিকার হওয়া কাটিগড়ার ৩২ বছরের হোসেন আহমেদ মজুমদারের কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করেন ওই ব্যক্তি। সিআইএসএফ-এর কর্মকর্তারা তাদের দু’জনের মধ্যে বৈঠক করান এবং হামলাকারী লিখিত ভাবে ক্ষমা চাওয়ার পর তাঁদের যেতে দেওয়া হয়।
ইন্ডিগো এয়ারলাইন্স শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের তরফে সামাজিক মাধ্যমে লেখা হয়, ‘আমাদের বিমানে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে। আমাদের ক্রু দলের সদস্যরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করেছেন। অভিযুক্ত যাত্রীকে অনিয়ন্ত্রিত আচরণের জন্য নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’ শনিবার ইন্ডিগো জানায়, অভিযুক্ত যাত্রীর উপর তাঁদের সমস্ত পরিষেবা আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এ দিকে, হোসেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও শনিবার বিকেলে বরপেটা রোড রেলওয়ে স্টেশনে অসুস্থ অবস্থায় পাওয়া গেছে পরিবারের লোকেরা এটি জানান। তাঁকে সড়কপথে শিলচর নিয়ে আসা হচ্ছে। পরিবারের লোকেরা আগামীতে ইন্ডিগো বিমান সংস্থা এবং ওই হেনস্তাকারীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।