ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট
৭ মার্চ : শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর দ্বিতীয় ফ্লাইট ভেঙে পড়েছে। বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে। পরিবহণ বিমান AN 32 এদিন ভেঙে পড়েছে বলে খবর। বিমানের পাইলট এবং ক্রু সদস্যরা নিরাপদে আছেন বলে জানানো হচ্ছে। চলছে উদ্ধারকাজ ও তদন্ত। এর আগে হরিয়ানার পঞ্চকুলায় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার ঠিক আগে পাইলট বিমান থেকে বেরিয়ে আসেন।
