স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দেয় স্বামী, চলছে তল্লাশি
বরাক তরঙ্গ, ২০ মার্চ : চাঞ্চল্যকর ঘটনা! স্ত্রীকে খুন করে নদীতে ফেলে দিয়েছে স্বামী। লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় শিবসাগরে। ডিমৌর মুন ওরফে বসন্ত ধিঙ্গিয়া তার স্ত্রী বীণা কোঁওর খুন করে ডিমৌ নদীতে ফেলে দেয়।
উল্লেখ্য, ডিমৌর কোঁওরের ধিঙ্গিয়া গ্রামের দুই সন্তানের মা বীণা কোঁওর ধিঙ্গিয়া ১৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ বীণা কোঁওরের স্বামী বসন্ত ওরফে মুনকে গ্রেফতার করলেও বীণার খুঁজ পায়নি। অবশেষে, বুধবার স্বামী তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ ইতিমধ্যেই বসন্ত ধিঙ্গিয়ার মা ও শ্যালককে গ্রেফতার করে মঙ্গলবার জেলে পাঠিয়েছে।
বীণা কোঁওর ধিঙ্গিয়াকে তার স্বামী বসন্ত ধিঙ্গিয়া হত্যা করে এবং তার দেহ লুকিয়ে রেখেছিল বলে অভিযোগ। বীণার অবস্থান খুঁজে বের করার দাবিতে বুধবার বেশ কয়েকজন গ্রামবাসী প্রথমে থানা ঘেরাও করে। বীণা কোঁওরের স্বামী বসন্ত ধিঙ্গিয়াও কঠোর শাস্তির দাবি জানান। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তাটি বন্ধ ছিল। বীণা কোঁওরের সন্ধানে পুলিশ ইতিমধ্যেই ডিমৌ নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।
