গৃহবধূকে মাটপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ, অভিযোগে উত্তপ্ত

চিকিৎসারত অবস্থায় মৃত্যু গৃহবধূর

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : স্বামী ও শাশুড়ি মিলে গৃহবধূকে হত্যা করেছেন এমন অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিবসাগরের রণঘর চারিয়ালির ধুলিয়াপাড়ে। রবিবার রাতে এমন পরিস্থিতির সৃষ্টি হলে সামাল দিতে পৌঁছে পুলিশ। মৌসুমী সুলতানা নামে ওই গৃহবধূকে তাঁর স্বামী সাহিল হাজরিকা এবং সাহিলের মা হত্যা করে দুর্ঘটনার রূপ দেওয়ার অভিযোগ উঠে। মৌসুমী সুলতানার বড় বোনসহ পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

গৃহবধূকে মাটপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ, অভিযোগে উত্তপ্ত

মৌসুমী পরিবারের অভিযোগ অনুযায়ী, ২ এপ্রিল সাহিল হাজরিকা ও তার মা মিলে স্ত্রী মৌসুমী সুলতানাকে মারধর করে গুরুতর আহত করে, তারপর তাকে রাস্তায় ফেলে দেয় এবং দুর্ঘটনা ঘটায়।

আহত মৌসুমীকে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রবিবার তাঁর মৃত্যু হয়। মৌসুমী নিহত হওয়ার পর রাঙ্গার চারিয়ালি ও ধুলিয়া এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।

গৃহবধূকে মাটপিট করে রাস্তায় ফেলে দুর্ঘটনার রূপ, অভিযোগে উত্তপ্ত

উল্লেখ্য, মৌসুমী ২০২৩ সালে হাতিকোশের সাহিল হাজরিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে।

Spread the News
error: Content is protected !!