ভয়াবহ দুর্ঘটনা : দু’টি বাইকের সংঘর্ষে হত চার
বরাক তরঙ্গ, ৩০ জুন : নগাঁও জেলা চাপনালার কাছে বালিজুরিতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যাঘ বাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুই যুবক নিহত হয়।
নিহতরা হলেন যথাক্রমে রকিবুল হোসেন, বিনোদ বাকরি ও মেনকা বাকরি। বিনোদ বাকরি এবং মেনকা বাকরির পুত্র ও মা। তারা দুজনেই ঘর লুংচুঙে ও রকিবুল হোসেনের বরভেটিতে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। দু’ টি মোটরসাইকেল যথাক্রমে AS 01 Q 0109 এবং AS 32 B 7530 হিসাবে চিহ্নিত করা হয়েছে।
দ্রুত গতিতে থাকা মোটরসাইকেল ধাক্কার ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে মোটরসাইকেলে থাকা এক মহিলা সংঘর্ষের পর রাস্তার পাশে একটি ই-রিকশায় পড়ে যান। বাকি আহতদেরও রাস্তায় ছিটকে ফেলা হয়েছে বলে জানা গেছে।