মুম্বইতে বাসের ভয়ঙ্কর পরিণতি, সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল যাত্রীবোঝাই বাস

৮ সেপ্টেম্বর : মুম্বইয়ের গোরাই সৈকতে ঘটল এক চমকে দেওয়ার মতো ঘটনা। আরব সাগরের উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে গেল একটি যাত্রীবোঝাই বাস। ঘটনার ভয়াবহ ভিডিওটি সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, গোরাই সৈকতের কাছে একটি মিনি বাস দাঁড়িয়েছিল। আচমকাই প্রচণ্ড গতিতে আসা একটি ঢেউ বাসটিকে ভাসিয়ে গভীর সমুদ্রের দিকে নিয়ে যায়।

বাসের ভেতরে তখন ছিলেন চালকসহ ৬ জন যাত্রী। তারা আটকা পড়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। সেই মুহূর্তে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তারা।

সৌভাগ্যবশত, এই দৃশ্য দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাদের তৎপরতায় শেষ পর্যন্ত সাগর থেকে বাসটিকে উদ্ধার করা হয় এবং যাত্রীদের নিরাপদে তীরে ফিরিয়ে আনা সম্ভব হয়।

ঘটনার পর পুলিশ বাসের চালকের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে। সাগর পাড়ে বাস দাঁড় করিয়ে রাখার মতো ঝুঁকিপূর্ণ কাজ করার জন্যই এই বিপদ ঘটে বলে জানিয়েছে পুলিশ। বাস ভেসে যাওয়ার সেই রোমহর্ষক ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Spread the News
error: Content is protected !!