দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায় দেখেনি উন্নয়নের মুখ, সরব
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : উন্নয়নের মুখ দেখেননি দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি সম্প্রদায়ের লোকরা। উপত্যকার দুই জেলায় অসম সরকার পাহাড়ি সম্প্রদায়ের স্বীকৃতি মিললেও হাইলাকান্দির পাহাড়িরা আজও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ তুললো ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন। দক্ষিণ হাইলাকান্দির ব্রু-রিয়াং সম্প্রদায় সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের অধিকার আদায়ে এক প্রতিবাদী কর্মসূচী পালন করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বাহুলাল রিয়াং ও উপদেষ্টা রাজ্যকুমার রিয়াং জানান, দেশ স্বাধীনতা লাভ করার এত বছর পার হয়ে গেলেও আজও তারা উন্নয়ণ থেকে বঞ্চিত। ব্রু-রিয়াং সহ অন্যান্য পাহাড়ি সম্প্রদায়কে বন অধিকার আইন ২০০৬ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শুধু তা নয়, উন্নত মানের রাস্তাঘাট, চিকিৎসা, বৈদ্যুতিক পরিষেবা, শিক্ষা, মিশন বসুন্দরা থেকে বঞ্চিত তাঁরা। তাঁদের জমির পাট্টা প্রদান না করায় বৃহত্তর পাহাড়ি সম্প্রদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত।
এদিন অসম সরকারের কাছে অতিসত্বর গুরুত্ব দিয়ে পাহাড়ি আইন ২০০৬ বাস্তবায়ন করে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান, মিশন বসুন্দরার আওতায় এনে এনসি অ্যারিয়ার সমস্ত জমির পাট্টা প্রদান করার দাবি জানান। যদি পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁদের দাবি সরকার পূরণ না করে তাঁরা পঞ্চায়েত নির্বাচন বয়কট করবেন বলেও সাফ জানিয়ে দেন।
