প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে প্রশাসনের মামলার পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ হাইকোর্টের

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : ডিলিমিটেশন করে অনৈতিক ভাবে বরাক উপত্যকার দু’টি বিধানসভা আসন কেটে নেবার প্রতিবাদে বিগত ২০২৩ সালের ২৭ জুন বরাক উপত্যকাব্যাপী সর্বাত্মক বনধের ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এই বনধ কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানায় ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআইএম, এআইউডিএফ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বনধ সম্পূর্ণ সফল হয়। পরবর্তীতে এই বনধ কর্মসূচিতে সরকারি সম্পত্তি বিনষ্ট, জনগনকে ভয় দেখানো ও জোরজবরদস্তি করা এইসব ভিত্তিহীন অভিযোগে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ প্রসাশনের আধিকারিকরা মামলা দায়ের করেন যাতে করিমগঞ্জ কোর্টে তাঁকে হাজিরা দেবার জন্য সমন প্রেরণ করা হয়।

এনিয়ে  বিডিএফ মুখ্য আহ্বায়ক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সাম্প্রতিক এক রায়ে গৌহাটি হাইকোর্টের পক্ষ থেকে বিচারক সঞ্জীবকুমার শর্মা এই মামলায় স্থগিতাদেশ জারি করেছেন । প্রদীপ দত্তরায়ের পক্ষ থেকে এই হাইকোর্টে এই মামলায় সওয়াল করেছেন জি চৌধুরী, অরিন্দম বরুয়া, পি গগৈ এবং এম কলিতা।

প্রদীপ দত্তরায়, যিনি নিজেও গৌহাটি হাইকোর্টের আইনজীবী, এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি এই রায় বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে অভিহিত করেছেন।

Spread the News
error: Content is protected !!