মাঝ আকাশে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু পাঁচ যাত্রীর

৮ মে : উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা গিয়েছেন পাঁচ যাত্রী। দু’জন গুরুতর আহত হয়েছেন। গাড়োয়ালের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, প্রশাসন ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এক্স পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। প্রশাসন পাশে আছে।

বৃহস্পতিবার সকালে উত্তরকাশীর কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সূত্রের খবর, এদিন সকালে চারধাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রীর উদ্দেশে উড়ে যাচ্ছিল কপ্টারটি। পাইলট সহ মোট ৭ জন ছিলেন সেটিতে। কিন্তু সকাল ৯টা নাগাদ আচমকাই মাঝ আকাশে বিকট শব্দে ভেঙে পড়ে সেটি। আওয়াজ পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা।

খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধার অভিযান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

মাঝ আকাশে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু পাঁচ যাত্রীর
Spread the News
error: Content is protected !!