খোঁজের ইফতার কর্মসূচিতে অর্থদান হৃদয় এনজিও-র
বরাক তরঙ্গ, ১১ মার্চ : অন্যান্য বছরের ন্যায় এ বছরও রমজান মাসে প্রতিদিন ইফতারের ব্যবস্থা করছে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। খোঁজের মহতি কাজকর্মে সামিল হয়েছে কনকপুর হৃদয় সরণির অগ্রণী সংস্থা হৃদয় এনজিও। দু’দিনের ইফতারের খাবারের খরচ তুলে দেন সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার খোঁজের সভাপতি ডঃ এম মাসুম, উপসভাপতি কল্যাণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল লস্কররে হাতে হৃদয়ের কর্মকর্তারা একটি চেক তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন হৃদয় এনজিও-র উপসভাপতি উৎপল দেবরায়, সাধারণ সম্পাদক কৃষ্ণকংস বনিক ও সন্তোষ দেবনাথ। তাঁদের সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান খোঁজের সভাপতি সহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত বছরের দু’দিনের খাওয়ার ব্যবস্থা করেছিল হৃদয় এনজিও। (ফাইল ছবি)