কাছাড় হাইস্কুলে ত্রাণশিবিরে খাবার বণ্টন হৃদয়ের

বরাক তরঙ্গ, ৪ জুন : কাছাড় হাইস্কুলে আশ্রিত বন্যাপীড়িতদের পাশে দাঁড়াল‌ো হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। ওই স্কুলে ১৩৬টি পরিবার আশ্রয় নিয়েছে। ওইসব বন্যাক্রান্তরা প্রায় সবই ইটখলা রামকৃষ্ণ পল্লী ও ইটখলাঘাটের বাসিন্দা। বন্যাক্রান্তদের মধ্যে কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ লোক আছেন। হৃদয় সামাজিক সংস্থা বুধবার সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সংস্থার পক্ষ থেকে দুধ, বিস্কুট, ব্রেড ইত্যাদি শিশুদের মধ্যে বিতরণ করে এবং সবকটি পরিবারের মধ্যে সাবান ও কয়েল ইত্যাদি বিতরণ করা হয়।

এ দিন হৃদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি গুণজ্যোতি দত্ত, সম্পাদক কৃষ্ণ কংসবনিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল, সদস্য অনুপম দে, অনামিকা পাল ও রিঙ্কু কুণ্ডু।

কাছাড় হাইস্কুলে ত্রাণশিবিরে খাবার বণ্টন হৃদয়ের
Spread the News
error: Content is protected !!