শিলচরে দু’দিনের সফরে আসছেন রাজ্যপাল
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য আগামীকাল শনিবার শিলচরে দু’দিনের সরকারি সফরে আসছেন। বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য।
সরকারি কর্মসূচি অনুসারে রাজ্যপাল শনিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজ্যপাল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন। এর পর তিনি সকাল ১০টা ১০ মিনিটে রেডক্রস চিলড্রেনস হসপিটালে সৌজন্য সাক্ষাৎ করবেন। রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেবেন।