বিশ্ব হিন্দু পরিষদের শ্রীভূমি জেলা কমিটি গঠন
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বিশ্ব হিন্দু পরিষদের পূর্ণাঙ্গ জেলা সমিতির গঠন করা হল। শ্রীভূমি শহরের চরবাজারস্থিত বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যালয় গৌড়ীও মঠে জেলা বৈঠকে নব গঠিত শ্রীভূমি জেলার সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হীমাদ্রি দাস ও মহেশ ভট্টাচার্য। পরবর্তীতে জেলা কার্যকরীনি সমিতি গঠন করে পূর্ণাঙ্গ জেলা সমিতি ঘোষণা করা হয়। রবিবার এই বৈঠকের সভাপতিত্ব ক্ষেত্র গোরক্ষা প্রমুখ সমর ঘোষ। উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা সংগঠন মন্ত্রী বিবেক পাণ্ডে, দক্ষিণ পূর্ব প্রান্ত সহ সভাপতি বিজিত কুমার দাস, প্রান্ত সহ সম্পাদক শ্যামসুন্দর রবিদাস, প্রান্ত প্রচার প্রমুখ সুজয় শ্যাম। রবিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই বৈঠক সমাপ্ত হয় এদিন দুপুর দুটোয়।এদিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন জেলা সংগঠন মন্ত্রী বিবেক পাণ্ডে এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ উপলক্ষে পঞ্চপরিবর্তন সহ বিভিন্ন কার্যসূচী নিয়ে আলোকপাত করান।পরবর্তীতে বিগত দিনের কার্যবিবরণী তুলে ধরেন জেলার কর্মকর্তারা। তাছাড়া বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস কার্যক্রম সহ সংগঠনের আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় এতে।
এদিনের বৈঠকের শেষদিকে শ্রীভূমি জেলার সমিতির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, সভাপতি হীমাদ্রি দাস, সহ সভাপতি হরতোষ দে ,সুনন্দা শর্মা চৌধুরী, সম্পাদক মহেশ ভট্টাচার্য, সহ সম্পাদক বিশ্বজিৎ বণিক ও বিপ্লব সোম, কোষাধ্যক্ষ অসীম দাস, বজরং দল সংযোজক বাপ্পন চক্রবর্তী, মাতৃ শক্তি প্রমুখ গোপারাণী সিংহ, দুর্গা বাহিনীর প্রমুখ গ্রন্থা চক্রবর্তী ও সহ প্রমুখ মৌসুমী দাস, ধর্ম প্রসার প্রমুখ সুদীপ দাস, সেবা প্রমুখ জন্মজয় দাস ও পৃথিবীরাজ দাস, প্রচার ও প্রসার প্রমুখ অরূপ রায়।তাছাড়া এদিনের বৈঠকে শ্রীভূমি নগর সমিতির গঠন করা হয় এতে সভাপতি হিসেবে মনোনীত হন নরেন্দ্র বণিক এবং সম্পাদক হিসেবে মনোনীত হন দেবোপ্রিয় দেবরায় (কুটি)।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রান্ত, জেলা ও প্রখণ্ডর ৭৯ জন সদস্য। আগামী দিনে আরও দুর্বার গতিতে সংগঠন এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন নবনিযুক্ত জেলা সম্পাদক মহেশ ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় বিশ্ব হিন্দু পরিষদ শ্রীভূমি জেলার প্রচার ও প্রসার প্রমুখ অরূপ রায় এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়েছেন।