পিছিয়ে গেল সোনাবাড়িঘাটের ফুটবল আসর
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন সেভেন’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পিছিয়ে দেওয়া হল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন জানান, অনিবার্য কারণবসত তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, ১৬টি দল নিয়ে নকআউট পদ্ধতিতে শুরু হবে টুর্নামেন্ট। তিনি বলেন, প্রবেশ ফি হিসেবে বৈঠকে সিদ্ধান্ত হয় সাড়ে তিন হাজার টাকা।
এ ছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা সহ একটি আকর্ষণীয় ট্রফি। একই ভাবে রানার্স দলকে দেওয়া হবে নগদ ৩০ হাজার টাকা সহ ট্রফি। থাকছে প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার। দেওয়া হবে সেরা খেলোয়াড়, সেরা গোল রক্ষক, সেরা ডিফেন্ডার সহ আরও পুরস্কার। সোনাবাড়িঘাট ফেরিঘাট সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে ক্লাব বা দলকে আহ্বান জানিয়েছেন তিনি।