৩১ আগস্ট থেকে কচুদরমে শুরু হচ্ছে ফুটবল আসর

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : কচুদরম প্রয়াস এনজিওর ফুটবল আসর শুরু হচ্ছে আগামী ৩১ আগস্ট থেকে। আরডি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে শুরু হতে যাচ্ছে ময়ীনুল হক চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্ট। রবিবার স্কুলের খেলার মাঠে প্রয়াস এনজিওর সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন এই ফুটবল টুর্নামেন্টের কথা। চ্যাম্পিয়ন দল পাবে 125 cc পালসার বাইক ও ট্রফি। রানার্স দলকে দেওয়া হবে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ট্রফি। প্রত্যেকটি ম্যাচে দেওয়া হবে মেন অব দ্যা ম্যাচ।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খেলা পরিচালন কমিটির সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সম্পাদক নজরুল হক লস্কর, হায়দর হোসেন লস্কর প্রমুখ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ইচ্ছুক দল বা ক্লাবকে 9101678227 অথবা  9854810436 এই ফোন নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Spread the News
error: Content is protected !!