নবনির্মিত বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্য়ালয়ে মন্ত্রী কৃষ্ণেন্দুর প্রথম সভা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : পাথারকান্দি রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো আরও এক নতুন অধ্যায়। সোমাবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা হাত দিয়ে উদ্বোধন হওয়ার পর মঙ্গলবার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে নবনির্মিত বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রথম মণ্ডল সভা। সভায় সভাপতিত্ব করেন পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশিবাবু সিনহা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা বিজেপি নেতা রথী রঞ্জন দাস কৃষ্ণ দাস সহ পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন বুথ সভাপতি ও শতাধিক নিবেদিতপ্রাণ কর্মী, যাঁরা সংগঠনের সাফল্যের মূল ভিত্তি।সভায় বক্তারা একে একে বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে উঠে আসে সংগঠনের ভিত আরও মজবুত করার অঙ্গীকার ,প্রত্যেক বুথ স্তরে বিজেপির আদর্শ পৌঁছে দেওয়ার পরিকল্পনা,সাধারণ মানুষের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি।
মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অনুপ্রেরণামূলক বক্তব্যে উঠে আসে নতুন উদ্যমে সংগঠনের পথচলা কথা। নবনির্মিত বিজেপি পাথারকান্দি মণ্ডল অফিসে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁর মূল্যবান বক্তব্যে কর্মীসমর্থকদের উদ্দেশ্যে গভীর বার্তা প্রদান করেন।
তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। আমরা সকলে মিলে সংগঠনের ভিত্তিকে আরও সুদৃঢ় ও মজবুত করে তুলব। পাশাপাশি পাঠারকান্দির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব সেবার বার্তা। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কর্তব্য।
মন্ত্রী আরও বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং এটি মানুষের জন্য কাজ করার এক নিরলস পরিবার। প্রতিটি বুথ স্তর থেকে শুরু করে গ্রাম, অঞ্চল ও সমগ্র পাথারকান্দি জুড়ে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকারই আজকের সভার মূল লক্ষ্য।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক দিকনির্দেশনার কথা। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-র গতিশীল নেতৃত্বে আজ সমগ্র আসাম এক নতুন উন্নয়নের যুগে প্রবেশ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যাস। ব্যবস্থ অবকাঠামো, নারী উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমরা এক নবজাগরণের সাক্ষী হচ্ছি। সেই উন্নয়নের ধারাকে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়াই আমাদের প্রধান দায়িত্ব।bশেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন সংগঠনের ভিত্তি মজবুত করতে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মানুষের সমস্যা শুনে তার সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।বিজেপির মূল আদর্শ সেবাই সংগঠন এই মন্ত্রকে ধারণ করে আগামী দিনে এক নতুন পাথারকান্দি গড়তে হবে।