শপিংমলে আগুন, মৃত্যু ৫০ জনের

১৭ জুলাই : সিরিয়ায় যখন ভয়াবহ হামলা শুরু করেছে ইজরায়েল, সেই সময় ইরাক থেকেও ভয়ঙ্কর ছবি সামনে আসছে। রিপোর্টে প্রকাশ, ইরাকের একটি বিশালাকার শপিংমলে হঠাৎ করে আগুন (Iraq Fire) ধরে যায়। যার জেরে পরপর ৫০ জনের মৃত্যু ঘটে। ইরাকের আল-কুট শহরে থাকা একটি বিশালাকার হাইপারমার্কেটে হঠাৎ করে আগুন ধরে যায়।

আগুন লাগতেই তার লেলিহান শিখা প্রায় গোটা শপিং মল গ্রাস করে নেয়। তার জেরেই পরপর ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ইরাকের বিশালাকার শপিং মলে যখন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, বিভিন্ন সূত্র থেকে সেই ছবি সামনে আসে। যা দেখে চমকে উঠতে শুরু করেন বহু মানুষ। শপিং মল থেকে বেরোতে না পেরে কার্যত ঝলসে, পুড়ে মৃত্যু হয় ৫০ জনের। প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর খবর মিললেও, সময় যত গড়াবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে ইরাক প্রশাসন।

Spread the News
error: Content is protected !!