পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন, ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণ
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশের রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রের আগুন পাঁচ ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহুর আমিন। স্থানীয় জনতা, সেনাবাহিনী, পুলিশ-বিজিবিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর হয়েছে।
সোমবার সকাল ১১-৩০ মিনিট থেকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এখনও পুরোপুরি নেভেনি। স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসও।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহুর আমিন বলেন, সাজেক ভ্যালির আগুন ১১টি ইউনিটের সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আনা হচ্ছে। আগুনের ঘটনায় কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাটসহ ৫০-৬০টির মতো সম্পূর্ণ স্থাপনা পুড়ে গেছে।