সোনাবাড়িঘাটে ফাইনাল শনিবার

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাবাড়িঘাটে নিউ ইয়ংস্টার ক্লাব ও ভিডিপির আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ২৭ সেপ্টেম্বর শনিবার। ফাইনালে মুখোমুখি হবে  মারিয়া এফসির ভাগা ও সুয়েল এফসি উত্তর কৃষ্ণপুর। বেলা দু’টায় খেলা শুরু হবে। ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন জানিয়েছেন ম্যাচের আগে থাকছে ছোট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অতিথি বরণ। এ ছাড়াও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বরাক তরঙ্গ এর সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান। ক্রীড়া জগতে সোনাবাড়িঘাটের নাম এগিয়ে নিয়ে যাওয়ায় রেফারি শামিম আহমেদ বড়ভূইয়া ও ফুটবল খেলোয়াড় সাকাই খানকে সম্মাননা প্রদান করবে বরাক তরঙ্গ।

সোনাবাড়িঘাটে ফাইনাল শনিবার

ফাইনাল ম্যাচের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাবাড়িঘাট-বাগপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধ রাকা মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে থাকবেন অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা প্রাক্তন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি মেহবুব আলম লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, সোনাবাড়িঘাট জিপি সভাপতি অমন রায়, এপি সদস্য আমির হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর, সোনাবাড়িঘাট জিপির গ্রুপ সদস্য মহিবুল ইসলাম চৌধুরী, নিয়াইরগ্রাম- বাগপুর জিপি গ্রুপ সদস্য রিজন উদ্দিন লস্কর, মাতৃভূমি এনজিও-র সভাপতি সিতাংশু দাস সহ আরও অনেকে।

Spread the News
error: Content is protected !!